১ অক্টোবর থেকে গ্রাহকদের ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই কার্ডের মাধ্যমে ফোনের বিল, ওটিটি-র ক্ষেত্রে মাসের শুরুতেই কার্ডের মাধ্যমে টাকা কেটে নেওয়া হয়। এ বার সেই ধরনের লেনদেনে পরিবর্তন আনা হচ্ছে।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অন্যান্য কার্ড থেকে ‘অটো ডেবিট’-এর ক্ষেত্রে এ বার থেকে আগে গ্রাহকের অনুমতি নিতে হবে। সেই টাকা লেনদেনের ২৪ ঘণ্টা আগে গ্রাহককে এসএমএস বা ইমেলের মাধ্যমে জানাতে হবে ব্যাঙ্ক বা লেনদেনকারী সংস্থাগুলিকে। সেই বার্তায় দিতে হবে লেনদেনের যাবতীয় তথ্য। এবং কেন টাকা কাটা হচ্ছে তারও কারণ লেখা থাকতে হবে।
এসএমএস বা ইমেলের মাধ্যমে গ্রাহক সেই বার্তা পাওয়ার পর যদি লেনদেনের অনুমতি দেন তবেই ‘অটো পেমেন্ট’ করতে পারবে ব্যাঙ্কগুলি। ‘অটো ডেবিট’ প্রক্রিয়াকে আরও নিরাপদ এবং সহজ করতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এসএমএস-এর মাধ্যমে বার্তা পেতে গেলে গ্রাহককে সংশ্লিষ্ট ডেবিট বা ক্রেডিট কার্ডের সঙ্গে সঠিক মোবাইল নম্বর সংযোগ করতে হবে। না হলে সেই বার্তা তাঁরা পাবেন না।
এই কার্ডগুলির মাধ্যমে ‘অটো ডেবিট’-এর ক্ষেত্রে সর্বাধিক ৫ হাজার টাকা দেওয়া যাবে। তার বেশি টাকা লেনদেনের জন্য গ্রাহকের কাছে ওটিপি পাঠাতে হবে ব্যাঙ্ক বা লেনদেনকারী সংস্থাকে। গ্রাহকের অনুমতি মিললে তবেই লেনদেন করা যাবে।
জিনগত পরিব্যক্তির কারণে করোনাভাইরাস ক্রমশই মারণক্ষমতা হারাচ্ছে। এমনটাই দাবি টিকা নির্মাতা সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার গবেষক ডেম সারা গিলবার্টের। তিনি বলেন, ‘‘করোনাভাইরাসের নয়া প্রজাতিগুলির প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা অনেকটাই কম।’’ আগামী দিনেও করোনাভাইরাসের ‘দুর্বল’ হওয়ার এই প্রবণতা অব্যাহত থাকবে বলে দাবি করেছেন ডেম। ব্রিটেনের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার গবেষণাগার ‘জেনার ইনস্টিটিউট’-এর প্রধান ডেম বলেন, ‘‘শেষ পর্যন্ত এটি সাধারণ জ্বরের (ফ্লু) ভাইরাসের স্তরেই চলে আসবে।’’ বৃহস্পতিবার ‘রয়্যাল সোসাইটি অফ মেডিসিন’-এর আলোচনাসভায় তাঁদের গবেষণার কথা জানিয়ে ডেম বলেছেন, ‘‘জিনের পরিব্যক্তির কারণে ভবিষ্যতে আরও প্রাণঘাতী করোনাভাইরাস সৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।’’ ডেম জানিয়েছেন, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভাইরাসের প্রাণঘাতী ক্ষমতা কমতে থাকে। কোভিড-১৯ সংক্রমণের জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাসের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তবে ‘নির্বিষ’ হয়ে পড়লেও ভবিষ্যতে করোনাভাইরাসের সংক্রমণের ক্ষমতা কমার সম্ভাবনা তেমন নেই বলে জানিয়েছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেক...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন